প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের লক্ষ্যে অংশীদারি চুক্তি

প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে সচেতনতা ও দক্ষতা তৈরির লক্ষ্যে স্ট্যামফোর্ড বায়ুমন্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের (ক্যাপস) সঙ্গে ইউএস ফরেস্ট সার্ভিস ইন্টারন্যাশনাল প্রোগ্রামের ‘কম্পাস’ প্রকল্পের মধ্যে অংশীদারি চুক্তি হয়েছে। 

এই চুক্তির ফলে প্রতিষ্ঠান দুটি গবেষণা কার্যক্রম এবং অন্যান্য কাজে সুফল পাবে বলে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষক-শিক্ষার্থী, গবেষক, পেশাজীবী ও নাগরিকদের মধ্যে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের বিষয়ে সচেতনতা ও দক্ষতা তৈরি এই চুক্তির উদ্দেশ্য।

এছাড়া তরুণদের মধ্যে ক্যারিয়ার নিয়ে সচেতনতা বাড়ানো এবং চাকরির সক্ষমতা তৈরি করাও চুক্তির লক্ষ্য বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

স্ট্যামফোর্ড ইউনির্ভাসিটি বাংলাদেশের বিজ্ঞান অনুষদের ডিন, পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান এবং ক্যাপসের প্রতিষ্ঠাতা ও পরিচালক অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার এবং ইউএস ফরেস্ট সার্ভিস ইন্টারন্যাশনাল প্রোগ্রামের আওতাধীন ‘কম্পাস’ প্রকল্পের প্রধান আবু মোস্তফা কামাল উদ্দিন চুক্তিতে সই করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আলী নকী, রেজিস্ট্রার মুহাম্মদ আব্দুল মতিন এবং ইউএস ফরেস্ট সার্ভিস ইন্টারন্যাশনাল প্রোগ্রামের একাডেমিক ও গবেষণা সমন্বয়ক মো. শামস উদ্দিন এবং জিআইএস অ্যানালিস্ট সহদেব চন্দ্র মজুমদার উপস্থিত ছিলেন।